১। অত্র উপজেলা বিভিন্ন ইউনিয়ন হতে পাট উৎপাদন চাষী নির্বাচন ও উন্নত উপায়ে পাট আবাদে উদ্ধুদ্ধকরণ।
২। অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বীজ উৎপাদন চাষী নির্বাচন ও নাবী পাট বীজ আবাদে উদ্ধুদ্ধকরণ।
৩। নির্বাচিত পাট চাষীদেরকে পাঠ্য ক্রমে উন্নত উপায়ে পাট ও পাটবীজ আবাদ, পচন, সংগ্রহ, সংরক্ষণ ও বিপনন কাজে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৪। পাট চাষীদের মাঝে দলগত ভাবে সময় সময় বিভিন্ন কৃষি উপকরণ যেমন- বীজবপন যন্ত্র, স্প্রে মেশিন, নিড়ানী যন্ত্র, বীজ সংরক্ষণের জন্য ড্রাম, বীজ শুকানোর জন্য ত্রিপল ইত্যাদি সরবরাহ করা হয়।
৫। উন্নত উপায়ে পাট পচানোর জন্য বিশেষ করে রিবং রেটিং পদ্ধতিতে পাট পচানোর উপকরণাদি সরবরাহ করা হয়।
৬। নির্বাচিত পাট চাষীদেরকে বছর প্রতি বরাদ্দ অনুযায়ী উন্নত পাটবীজ, সার ও কীটনাশক প্রদান করা হয়।
৭। উপরোল্লিখিত বিষয়ে পাট চাষীদেরকে হাতে কলমে শিক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।
৮। এছাড়াও অধীনস্থ উপজেলার দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ, মনিটরিং ও নির্বাহী আদেশ সমূহ প্রতি পালন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস